Menu

Saturday, April 9, 2016

আমিন খানের ভেজালবিরোধী প্রচারণা

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। বর্তমানে জনসচেতনতামূলক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় ভেজালমুক্ত খাদ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রচারণায় নেমেছেন তিনি। রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছেন আমিন খান। 

‘ভেজালমুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে গত ৭ এপ্রিল খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মীরাক্কেল খ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি। 

এ প্রসঙ্গে আমিন খান রাইজিংবিডিকে বলেন, ‘খাদ্যে যেন কেউ ভেজাল না দেন, সে বিষয়টি দেশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রচারণায় নেমেছি।’ 

এ প্রচারণায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন আমিন খান। এ সময় তিনি বলেন, ‘তোমরা তোমাদের বাবা-মাকে বোঝাও যে, খাদ্যের মধ্যে ভেজাল দিও না। তোমার দেখাদেখি অন্যরাও খাদ্যে ভেজাল দেবে। এতে দেখা যাবে- ভেজালযুক্ত সেই খাবার একদিন আমিই খাব। তাতে আমিও অসুস্থ হয়ে যাব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মো.  হুমায়ূন কবীর (নির্বাহী পরিচালক, মার্সেল), শামীম আল মামুন (হেড অব মার্সেল, সাউথ), বি এম তাওদীদ, খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ও শিক্ষার্থীরা। 
ভেজালবিরোধী প্রচারণায় স্বাক্ষর করে খোকসা জানিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বছর ২২ আগস্ট থেকে মাঠপর্যায়ের কাজ শুরু করেন আমিন খান। ইতিমধ্যে চুয়াডাঙ্গা, খুলনাসহ বিভিন্ন জায়গায় এ প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। ভেজালবিরোধী এ প্রচারণার পৃষ্ঠপোষকতা করছে মার্সেল।

ঢাকায় আসছেন প্রসেনজিৎ

 ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনতো প্রসেনজিৎ। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) ভারত-বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্র। 

মুক্তির আগে ১২ এপ্রিল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে এর উদ্বোধনী প্রদর্শনী। এতে যোগ দিতে এদিন সকালে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের পরিচালক গৌতম ঘোষ, অভিনয়শিল্পী কুসুম সিকদার, সাঁঝবাতিসহ আরো অনেকে।

এক ভূগোল মাস্টারের জীবন, পরিবার, তার স্ত্রী, একমাত্র মেয়ে এবং তার আশপাশের পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের কাহিনি। ভূগোল মাস্টারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের কুসুম শিকদার।

বাংলাদেশ থেকে ‘শঙ্খচিল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র আর ভারতে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড। এদিকে মুক্তির আগেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘শঙ্খচিল’। সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যেসব মেসেজ বিশ্বাস করলে ঠকবেন

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রি মেসেজিং অ্যাপ হচ্ছে, হোয়াটসঅ্যাপ। ইন্টারনেটযুক্ত ফোনে এই অ্যাপটির সাহায্যে যত খুশি তত ফ্রি মেসেজ পাঠানো যায়, এজন্য ফোনের ব্যালেন্স কোনো টাকাও কাটে না।

বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে কিংবা পেশাদার জীবনের পরিচিতের সঙ্গে যোগাযোগ রাখতে অনেকেই হোয়াটস অ্যাপের ওপর নির্ভরশীল। কিন্তু জনপ্রিয় এই অ্যাপে অজানা কারো কাছ থেকে আপনার কাছে আসতে বিশেষ ধরনের মেসেজ এবং মেসেজটি সত্যি বলে মেনে নেওয়া মানেই ফাঁদে পা দেওয়া। অর্থাৎ প্রতারিত হতে পারেন আপনি।

তাই অপরিচিতদের কাছ থেকে যেসব মেসেজ আসবে, না বুঝেই তা বিশ্বাস করে নেবেন না। জেনে নিন হোয়াটসঅ্যাপে আসা কিছু মেসেজ, যেগুলো থেকে আপনার সাবধান থাকা উচিত।

* ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কখনো ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চায় না। তাই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এটিএম ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চেয়ে কোনো মেসেজ আসলে, তা এড়িয়ে যান। তা না হলে প্রতারিত হয়ে যেতে পারেন।

* হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ব্লগে বলে হয়েছে যে, তাদের পক্ষ থেকে কাউকে কোনো মেসেজ করা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায়, হোয়াটসঅ্যাপের নাম করে ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে কিছু মেসেজ আসে। যা হোয়াটসঅ্যাপের মেসেজ বলে দাবি করা হয়। এ ধরনের মেসেজে ভরসা করবেন না।

* সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত একটি মেসেজ ভাইরাল হতে দেখা গেছে। তাতে বলা হয় মেসেজটি বন্ধুদের ফরোয়ার্ড করলে আপনার হোয়াটসঅ্যাপ ফ্রি হয়ে যাবে। কিন্তু এটা সত্যি নয়। কারণ, ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে পুরোপুরি ফ্রি। প্রতারকরা আসলে এ ধরনের মেসেজ পাঠিয়ে আপনাকে ঠকিয়ে অর্থ উপার্জনের ধান্ধা করে।

* হোয়াটসঅ্যাপ আপডেট করলে সব ফিচার স্বয়ংক্রিয় আপডেট হয়ে যায়। এতে কোনো ফিচার আলাদা করে আপডেট করার দরকার হয় না। তাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং অ্যাক্টিভেশন সংক্রান্ত কোনো মেসেজে এলে এড়িয়ে যান। কারণ এতে যে লিংক দেওয়া থাকে তাতে ক্লিক করলেই আপনার ফোনে থাকা যাবতীয় ডাটা চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

* অনেক সময় শুধুমাত্র আতংক তৈরি করা জন্য মেসেজ পাঠানো হয়ে থাকে। যেমন, বিভিন্ন জায়গায় বোমার ভুয়া ফোন করা হয়ে থাকে। সুতরাং আতংক ছড়াতে পারে এমন মেসেজও হোয়াটসঅ্যাপে আসতে পারে। আর আপনি যদি সেই মেসেজ বিশ্বাস করে অন্যকে ফরোয়ার্ড করেন, তাহলে বিপদে পড়তে পারেন। হতে পারে পুলিশি ঝামেলাও। সুতরাং এ ধরনের ভুয়া মেসেজ এড়িয়ে চলুন।

* লটারি জয়ের মেসেজ বিশ্বাস করবেন না। এ ধরনের মেসেজ আসে সবচেয়ে বেশি। লটারি জয়ের লোভ দেখিয়ে হ্যাকাররা আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এ ধরনের মেসেজ পাঠিয়ে থাকে।

* হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে, এ ধরনের মেসেজও ভাইরাল হতে দেখা গেছে। মেসেজে বলা হয় টাকা না মেটালে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই মেসেজও সত্যি মনে করে ব্যাংকের তথ্য বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে যাবেন না। আর এ ধরনের মেসেজ কাউকে ফরোয়ার্ডও করবেন না। কারণ এগুলো ভুয়া মেসেজ। শুধুমাত্র প্রতারিত করার জন্যই পাঠানো হয়।

* হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়ে বলা হয়, লিংকটিতে ক্লিক করলে প্রথম ১০০ জনকে বিনা মূল্যে ৩০০ টাকা মোবাইল রিচার্জ করে দেওয়া হবে কিংবা বিনা মূল্যে এত জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাবে। - এ ধরনের মেসেজও কিন্তু প্রতারণামূলক। 

* প্রতারণার উদ্দেশ্যে ছাড়াও, অনেক সময় শুধু বোকা বানিয়ে মজা নেওয়ার জন্যও বিভিন্ন মেসেজ দেখা যায় হোয়াটঅ্যাপে। যেমন- মেসেজটি অন্যকে পাঠিয়ে ম্যাজিক দেখুন কিংবা মেসেজটি পাঠালে মোবাইলের ব্যাটারি চার্জ হবে।

ফের হারল বার্সেলোনা

সান সেবাস্তিয়ানে লিগ ম্যাচে ফের হারল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের হারে লা লিগার শিরোপা লড়াইয়েও বড় ধাক্কাই খেল লুইস এনরিকের দল।

সান সেবাস্তিয়ানে এ নিয়ে টানা চারটি লিগ ম্যাচ হারল বার্সা। ২০০৭ সালের পর এই মাঠে লিগ ম্যাচ জেতেনি কাতালান ক্লাবটি।

এল ক্লাসিকোর পর এবার সোসিয়েদাদের মাঠে, টানা দুই হারে ৩২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট থাকল ৭৬-ই। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর ঠিক পেছনেই আছে রিয়াল মাদ্রিদ। 

শনিবার রাতে সান সেবাস্তিয়ানে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। প্রিয়েতো আরগারাতের ক্রস থেকে চমৎকার এক হেডে গোল করে দলকে লিড এনে দেন মিকেল ওইয়ারজাবাল উরগাতে।

চার মিনিট পর দলকে সমতায় ফেরানোর একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে বার্সেলোনা ফরোয়ার্ড বক্সের ভেতর থেকে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

এরপর বেশ কিছুক্ষণ দুই দলের কেউই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। ৩৪ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন বার্সার আরদা তুরান।

বক্সের ভেতর বল পেয়ে তুর্কির মিডফিল্ডার শটও নিয়েছিলেন। কিন্তু তার শট সোসিয়েদাদের এক খেলোয়াড়ের পায়ে লেগে গোলমুখে ঢোকার মুখে গোলরক্ষকের হাতে লেগে বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে পিছিয়ে থেকেই তাই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার বদলি হিসেবে মাঠে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে পাওয়া বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন আর্জেন্টিনা অধিনায়ক।

৫৫ মিনিটে দুর্দান্ত এক সেভ করে বার্সাকে গোলবঞ্চিত করেন সোসিয়েদাদ গোলরক্ষক জেরোনিমো রুলি। ইনিয়েস্তার বাঁ পায়ের জোরালো শট লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন ২৩ বছর বয়সি এই আর্জেন্টাইন গোলরক্ষক।

৬৩ মিনিটে বক্সের সামনে থেকে নেইমারের একটি ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

৭২ মিনিটে আবারও সোসিয়েদাদের ত্রাতা রুলি। ছোট বক্সের ভেতরে বল পেয়ে পায়ের টোকা দিয়েছিলেন মেসি। স্বদেশী সতীর্থের টোকা দেওয়া বলটি বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

৮৬ মিনিটে মেসির একটি হেডও ধরে ফেলেন রুলি। শেষ পর্যন্ত সোসিয়েদাদ গোলরক্ষকের দেয়াল আর ভাঙতেও পারেনি বার্সা, সান সেবাস্তিয়ানে রচিত হয় তাদের আরেকটি পরাজয়ের উপাখ্যান।

জমকালো উদ্বোধনীতে পর্দা উঠল আইপিএলের


শুক্রবার রাতে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলের নবম আসরের।

মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং এবং র‌্যাপ সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। এ ছাড়া সংগীত পরিবেশন করে ব্যান্ডদল মেজর লেজার। ব্রিটিশ ব্যান্ডদল দ্য ব্রিটিশ কালেকটিভও সংগীত পরিবেশন করে।



বিশ্বকাপের শিরোপা জয়ের পর দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচেন ডিজে ব্রাভো। তারকাদের পাশাপাশি ২০০ জন ড্যান্সারও পারফর্ম করেন এই জমকালো আয়োজনে।

আজ নতুন মৌসুমের প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও ইএসপিএন।