Menu

Tuesday, March 21, 2017

পাঠকের প্রশ্ন: প্রেমিক বয়সে ছোট, সম্পর্কে আমার স্বামীর ভাগ্নে

আপু, আমার বয়স ২৯, আমার ২৪ বছর বয়সের একটা ছেলের সাথে রিলেশন হয়। সে আমার ভাগিনা হয় রিলেশনের দিক দিয়ে। প্রথমে তার সাথে খুবই বন্ধুর মত রিলেশন হয়, এখন সেটা প্রেমে গড়িয়ে যায়। আমার দুটো বাচ্চা আছে,বর বাহিরে থাকে।

চাকরি পাইনি তো কী হয়েছে, কাজ তো গুগলের সাথেই করছি: মাহাবুব হাসান

গুগল আর্থ দেখেই ইচ্ছেটার জন্ম হয়। এরপর সেখান থেকে জেকে বসে চাকরির বাসনা। কিন্তু বিধি বাম, গুগল তখন লোক নিচ্ছে না। সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশে আসা এক গুগল কর্মকর্তা। বিকল্প পথও বাতলে দিলেন তিনি। প্রথমেই যোগ দিতে হবে গুগলের কমিউনিটিতে। কিন্তু হায়, এখানেও আছে নানা বাধা, যা হুট করেই পার করা সম্ভব না। কিন্তু নিজের অদম্য ইচ্ছাকে শক্তিতে রুপান্তর করে হুবুহু গুগলের মতোই একটি কমিউনিটি তৈরি করে ফেললেন। আনঅফিসিয়ালি শুরু করলেন কমিউনিটির কাজকর্ম। উদ্যমী তরুণ মাহাবুব হাসানের হাত ধরে এভাবেই শুরু হয় ‘বাংলাদেশ লোকাল গাইড’ এর পথচলা।

Monday, March 20, 2017

Bangladesh VS Srilanka Test Winning Moment Public Comment by ELJ tv



Bangladesh VS Srilanka Test Winning Moment Public Comment by ELJ tv

Hey Guys …. !!!!
How are you…???
Today we published our new video about Bangladesh VS Srilanka test winning moment public comment by ELJ tv. This video created for new history of Cricket in Bangladesh.