Menu

Saturday, April 23, 2016

ঘরে মাউথওয়াশ তৈরির ‍উপায়


মুখে দুর্গন্ধ খুবই বিব্রতকর ও অস্বস্তিকর একটা সমস্যা। নিজের মুখে দুর্গন্ধ যদি টের পাওয়া যায়, তখন অন্যের সামনে কথা বলতে অস্বস্তিবোধ হয়। আর যদি টের না পাওয়া যায়, তাহলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেননা অন্যের কাছ থেকে যদি নিজের মুখে দুর্গন্ধের কথা শোনা লাগে, তাহলে সেটা খুবই বিব্রতকর।


মুখের দুর্গন্ধ দূর করতে অনেকেই মাউথওয়াশ ব্যবহার করে থাকেন। বাজারের প্রাপ্ত মাউথওয়াশের পরিবর্তে চাইলে ঘরেও আপনি কয়েক রকমের মাউথওয়াশ তৈরি করে ব্যবহার করতে পারেন। ঘরে পাঁচ রকমের মাউথওয়াশ তৈরির উপায় জেনে নিন।

* উপাদান: বেকিং সোডা, টি ট্রি অয়েল, পেপারমিন্ট অয়েল ও পানি।
পদ্ধতি: ২ চা চামচ বেকিং সোডা, ২ ফোঁটা টি ট্রি অয়েল ও ২ ফোঁটা পেপারমিন্ট অয়েল এক কাপ গরম পানিতে মিশিয়ে নিতে হবে।

* উপাদান: লবঙ্গ তেল, দারুচিনি তেল ও পানি।
পদ্ধতি: ২ চা চামচ লবঙ্গ ও দারুচিনি তেল এক কাপ গরম পানি মিশিয়ে ঠান্ডা করে রেখে দিয়ে ব্যবহার করতে পারেন।

* উপাদান: অ্যাপেল সিডার ভিনেগার ও পানি।
পদ্ধতি: ৩ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ গরম পানিতে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশ্রণটি তৈরি করে নিন।

* উপাদান: লেবু, গ্লিসারিন ও পানি।
পদ্ধতি: ২ চা চামচ গ্লিসারিনে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন।

* উপাদান: অ্যালোভেরা রস, বেকিং সোডা, পেপারমিন্ট অয়েল ও পানি।
পদ্ধতি: ২ চা চামচ বেকিং সোডা, ২ চা চামচ পেপারমিন্ট অয়েল ও কিছুটা অ্যালোভেরা রস নিয়ে গরম পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
More news repleted this Click Here


No comments:

Post a Comment