Menu

Friday, May 6, 2016

বিশ্বাসঘাতক-প্রতারক ও দুর্নীতিবাজ নেইমার!



বার্সেলোনার ব্রাজিলিয়ান
তারকা নেইমারের কড়া সমালোচনা করলেন
ডিআইএস কোম্পানির নির্বাহী পরিচালক
রবার্তো মরিনো। বলেছেন নেইমার কখনোই
ব্রাজিলের রোল মডেল হতে পারে না। শুধু
তাই নয়, সাবেক সান্তোস তারকাকে বিশ্বাস
ঘাতক-প্রতারক বলেও মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে রবার্তো মরিনো বলেন, ‘আমাদের
শিশুদের কাছে নেইমার একজন আদর্শ হতে
পারবে না। সে যখন ছলনা করে কর ফাঁকি
দিয়ে দুর্নীতি করে তখন আর সে আমাদের
আইকন থাকে না। আমরা তাকে বিশ্বাসঘাতক,
প্রতারক এবং প্রবঞ্চনাকারী বলে মনে করি।’
২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন
নেইমার। এরপর থেকেই পারফরম্যান্সের
কারণে যেমন মাঠে তেমনি কর ফাঁকিসহ
নানান কার্যক্রমের জন্য মাঠের বাইরেও
আলোচিত নাম হয়ে উঠেন নেইমার।
তবে নেইমারের কারণে আর্থিকভাবে ব্যাপক
ক্ষয়ক্ষতি হয় ডিআইএস কোম্পানির। তাই তো
মরিনো এখন নেইমারের পিছু নিয়েছেন। তবে
নেইমারের ছল-ছাতুরি প্রথম ধরা পড়ে ২০১২
সালে। এ বিষয়ে মরিনো বলেন, ‘ঝুঁকি থাকা
সত্বেও নেইমারের পেছনে আমরা অনেক অর্থ
ব্যয় করেছি। কিন্তু একটা সময় আসে যখন
জানতে পারি যে আমাদের সাথে সে
প্রতারণা করছে।’
কাতালান ক্লাব বার্সেলোনায় দুর্দান্ত সময়
কাটছে নেইমারের। কাতালানদের জার্সিতে
৯১ ম্যাচ খেলে ৫৪ গোল করেন তিনি। কিন্তু
সম্প্রতি নেইমারের দল ইউরোপ সেরার লড়াই
থেকে ছিটকে পড়েছে।তবে লালিগার
শিরোপা জয়ের ব্যাপারে এখনও শতভাগ
আশাবাদী নেইমারের বার্সা।

No comments:

Post a Comment