Menu

Friday, May 13, 2016

মুস্তাফিজের বোলিং নিয়ে আইসিসির কাছে মজার অভিযোগ করেছেন আম্পায়াররা!


আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ রিপোর্ট দিয়েছেন আম্পায়াররা। এখানে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অভিযোগ করেছেন তারা।

মুস্তাফিজুর রহমানের বলের রহস্য বের করতে ব্যর্থ হয়েছেন তারা। আম্পায়ারিং করার সময় মুস্তাফিজের বল বুঝতে সমস্যা



হয় আম্পায়ারদের। মুস্তাফিজের কোন বল কোন দিকে যাবে এটা মোটেই আঁচ করতে পারেননা মাঠে দায়িত্বপালনকারী আম্পায়াররা। আইসিসির কাছে এ কি অভিযোগ করেছেন তারা!

আইসিসির কাছে জমা হয়েছে এমন অভিযোগ। সমস্যাটা এক জায়গায়ই যে, ব্যাটসম্যানদের পর আম্পায়ারদেরও সমস্যা হচ্ছে মুস্তাফিজের বলের ভাষা বুঝতে।
কয়েকজন আম্পায়ার এটাও বলেছেন,  এলবির সময় মুস্তাফিজের বলটি কোন স্ট্যাম্পে আঘাত হানবে সেটা ধরতে পারাটা অনেকটাই অসম্ভব।

মুস্তাফিজকে নিয়ে আইসিসিতে দেয়া আম্পায়ারদের রিপোর্টে আরও বলা হয়, মুস্তাফিজের বল দারুন সুইং করে। তার বলের রকমারি বৈচিত্র ধরতে খুবই বেগ পেতে হয়।

No comments:

Post a Comment