Menu

Monday, September 5, 2016

শাকিবে দিশেহারা বুবলি

ঢালিউড কিং শাকিবে দিশেহারা হয়ে পড়েছেন নবাগত চিত্রনায়িকা শবনম বুবলি। তবে বাস্তব জীবনে নয়, ‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল দিল’ শিরোনামের গানে এমন দৃশ্য দেখা যায়।


গতকাল রোববার মধ্যরাতে ললিপপের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গানটি। রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা।

প্রকাশিত গানে টপ শটে দেখা যায়, সুসজ্জিত পর্যটন এলাকা। পরের দৃশ্যে দুজনকেই গিটার হাতে নাচতে দেখা যায়। কালো রঙের প্যান্টের সঙ্গে টপস পরে ক্যামেরায় ধরা দিয়েছেন বুবলি। শাকিবকেও দেখা যায় নয়া লুকে। এ সময় নাচের তালে দুজনকে গাইতে শোনা যায়, ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি। এবারই প্রথম কোমর দোলাতে দেখা গেল বুবলিকে। পুরো গানজুড়েই দুজনে মনের লেনদেন করেছেন।

সিনেমার মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির টিজার ও ‘মন তোকে ছাড়া’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে এসব গানের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। গান ও টিজার প্রকাশের পর তা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এদিকে গতকাল রোববার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।

No comments:

Post a Comment