Menu

Saturday, September 3, 2016

ছিটকেই গেলেন মেসি

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি।


কুঁচকির চোটের কারণে শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল মেসির। তবে ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা মেসি। তার একমাত্র গোলেই উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানিয়েছিলেন। শুক্রবার রাতে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা জানিয়েছেন, কোনো রকম ঝুঁকি এড়াতে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ ব্যাপারে বাউজা বলেছেন, ‘সে (মেসি) খেলতে পারবে না। ওকে নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই ওর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।’

আগামী বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর- তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।

এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

No comments:

Post a Comment