শুরুতে দর্শকহীনতায় ভুগলেও ধীরে ধীরে মিরপুরে দর্শক বাড়ছে। এর সাথে সেলিব্রেটিরাও স্টেডিয়ামমুখি হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ঢাকায় এসেছেন ভারতীয় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল রিয়া সেন। আজ শনিবার ঢাকা ডায়নামাইট বনাম রংপুর রাইডার্সের খেলা উপভোগ করেন এই মডেল।
রিয়া সেনকে এই সময় রংপুর রাইডার্সের জার্সি গায়ে দেখা যায়। রংপুরের দর্শকের কাতারে বসে খেলা দেখেন রিয়া।
ধারাভাষ্যকার শিনা চৌহানের সাথে আলাপচারিতায় রিয়া জানান, 'তিনি ক্রিকেটের অনেক বড় ভক্ত। রংপুর রাইডার্সকেই নয় বিপিএলকে ভালোবেসেই বাংলাদেশে এসেছেন তিনি।'
No comments:
Post a Comment