Menu

Tuesday, December 6, 2016

ফাইনালের পথে খুলনা ও রাজশাহীর সম্ভাব্য একাদশ

আজ জিতলেই স্বপ্নের ফাইনাল। এমন সমীকরণ সামনে রেখেই সন্ধ্যায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।


মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫.৪৫মিনিটে। এলিমিনেটর ম্যাচে তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়কের সামনে আজ আরও বড় পরীক্ষা।

অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইটান্স প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গতকাল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ঢাকার বিপক্ষে ৫৪ রানে হারে খুলনা। তবে স্বপ্নের ফাইনালে উঠার আরও একটি সুযোগ পাচ্ছে দলটি। আজ রাজশাহীর বিপক্ষে জিতলে ফাইনালের মঞ্চে আবারও ঢাকার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে মাহমুদউল্লার দলটি। দুই দল মাঠে নামার আগে চলুন তাদের সম্ভাব্য একাদশ জেনে নেই।

খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ :
১. রিকি ওয়েসেলস
২. হাসানুজ্জামান
৩. আব্দুল মজিদ
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. নিকোলাস পুরাণ
৬. আরিফুল হক
৭. শুভাগত হোম
৮. বেনি হওয়েল
৯. জুনাইদ খান
১০. শফিউল ইসলাম
১১. মোশাররফ হোসেন।

রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ :
১. নুরুল হাসান
২. মুমিনুল হক
৩. সাব্বির রহমান
৪. জেমস ফ্রাঙ্কলিন
৫. ড্যারেন স্যামি
৬. সামিত প্যাটেল
৭. আফিফ হোসেন
৮. ফরহাদ রেজা
৯. মেহেদী হাসান মিরাজ
১০. নাজমুল হোসেন
১১. কেসরিক উইলিয়ামস

No comments:

Post a Comment