About

আমি মোঃ ইমরান হুচাইন । আমি খুবই সাধারণ মানুষ ।বর্তমানে সরকারী তিতুমীর কলেজে ইংরেজীতে অনার্স এ অধ্যায়নরত অবস্থায় আছি।আমি খুবই খুলা মনের মানুষ ।আমার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানায় ।বর্তমানে আমি গাজীপুরের টঙ্গীতে বসবাস করছি ।আমি আমার বন্ধুবান্ধবদের সাথে মেছে থাকি ।আমার বন্ধু গুলো খুব ভালো তারা সবাই আমাকে অনেক সাহায্য করে ।আমি ও তাদেরকে অনেক সাহায্য করি ।আমি ইন্টার মিডিয়েটে পড়াশুনা করেছি "মোহাম্মদপুর কন্দ্রীয় বিশ্ববিদ্যায় & কলেজ" থেকে ২০১৩ইং ।আমি হিংসুটে মানুষদের পচন্দ করি না ।
আমি ভাল কাজ গুলো জীবনের ঝুকি নিয়ে হলে ও সম্পাদন করে থাকি ।যেকোন জায়গায় থেকে আধিকাংশ সফলতা হাতের মুঠোয় নিয়ে আসতে পারি ।তাই আমাকে সবাই খুব পচন্দ করে । আমি কারো সাথে কখনো রাগ অথবা ঝগড়া করি না ।কেউ আমাকে ইনসাল্ট করলে আমি তা হাসতে হাসতে উড়িয়ে দেই । কেউ আমার সমালোচনা করলে তাকে আমি খুব পছন্দ করি ।কারণ সেই একমাত্র ব্যক্তি যে সারাক্ষণ আমাকে পাহাড়া দেয় যদি আমি কোন খারাপ কাজ করি তা ফলো করার জন্য ,আর তার ভয়ে আমি কোন খারাপ কাজ করি না ।তাই তাকে আমি খুব ভালবাসি ।


Me on


Facebook          Twitter







No comments:

Post a Comment