Saturday, April 23, 2016
বিচ্ছেদের আগেই শ্রাবন্তীর নতুন প্রেম
টালিগঞ্জের চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে সংসার জীবনে থিতু হন তিনি। তারপর তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে বেশ কিছুদিন ধরে বিচ্ছেদের পথে হাঁটছেন এ জুটি। এখন আবার শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর্ব শেষ না করেই নতুন মনের মানুষের প্রেমে মজেছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে।
ঘরে মাউথওয়াশ তৈরির উপায়
মুখে দুর্গন্ধ খুবই বিব্রতকর ও অস্বস্তিকর একটা সমস্যা। নিজের মুখে দুর্গন্ধ যদি টের পাওয়া যায়, তখন অন্যের সামনে কথা বলতে অস্বস্তিবোধ হয়। আর যদি টের না পাওয়া যায়, তাহলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কেননা অন্যের কাছ থেকে যদি নিজের মুখে দুর্গন্ধের কথা শোনা লাগে, তাহলে সেটা খুবই বিব্রতকর।
অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ
২৪ বছরের দলিত তরুণীটিকে প্রকাশ্য দিবালোকে তার অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। সাহায্যের জন্য চিৎকার করছেন তিনি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে ওই তরুণীটিকে একটি পরিত্যক্ত খামারবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো।
যে কারণে জগিংয়ের জুতায় অতিরিক্ত ২টা ছিদ্র থাকে
ভালো তরমুজ চেনার উপায়
Thursday, April 21, 2016
Tuesday, April 19, 2016
Sunday, April 17, 2016
নকল মধু চেনার সহজ উপায়
মধু সকলেরই পছন্দ। কারণ মধুর উপকারিতা অনেক। সৌন্দর্য চর্চা, রোগ প্রতিরোধ কিংবা ডায়েটের জন্য মধু মধুরতর গুণে গুণান্বিত।
কিন্তু বাজারে নকল মধুর ভীড়ে আসল মধু চেনা দায়। আর নকল দিয়ে কী আর আসলের কাজ হয়? তবে নকল মধু চেনার খুব সহজ কিছু উপায় অবশ্য রয়েছে। জেনে নিন।
* আসল মধু ঘন ও অনেক বেশি আঠালো হয়, অপরদিকে নকল মধু হয় পাতলা ও কম আঠালো। তাই হাতের আঙুলে একটু মধু নিয়ে তা ঘন কিনা, বুঝে নিতে পারেন। কম ঘন ও কম আঠালো হলে নিশ্চিত থাকতে পারেন তা নকল।
* নকল মধু বোঝা যায় এক গ্লাস পানির মাধ্যমেও। এক টেবিল চামচ মধু এক গ্লাস পানিতে ঢালুন। যদি দেখেন মধু খুব দ্রুত পানিতে মিশে গিয়েছে, তা বুঝবেন তা নকল। কেননা আসল মধু পানিতে মিশতে সময় লাগে।
* নকল মধু চেনার আরেকটা উপায় হচ্ছে, ফেনা। আসল মধুতে ফেনা হয় না। নকল মধুতে ফেনা হয়। কিছুটা মধু নিয়ে তাতে অল্প পানি ও দুই থেকে তিন ভিনেগার মেশান। যদি ফেনার মতো কিছু তৈরি হয়, তাহলে মধুটি নকল।
* নকল মধু চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, নকল মধুতে সহজে আগুনে ধরে না কিন্তু আসল মধুকে দ্রুত আগুন ধরে। একটু তুলো মধুতে ভিজিয়ে ম্যাচ দিয়ে তুলোটিতে আগুন ধরান। যদি দ্রুত আগুন না ধরে তাহলে বুঝবেন মধুটি নকল। নিচের ভিডিওটি দেখতে পারেন।
Subscribe to:
Posts (Atom)