Tuesday, September 27, 2016

সানি লিওনের ভিডিও ভাইরাল


ফের শিরোনামে এলেন সানি লিওন। তবে এবার নিজের অভিনীত ছবি নয়, একটি গানের মাধ্যমে আলোচনায় আসলেন তিনি। ‘ফুড্ডু’ নামক ছবির একটি গানে পারফর্ম করেছেন তিনি। 

গানটির নাম ‘জরুরত নেহি জরুরি হে’। এই গানে ব্যাপক খোলামেলা হয়ে অভিনেতা শারমান জোশির সঙ্গে পারফর্ম করেছেন সানি। শুধু তাই নয়, একটি দৃশ্যে পুরোপুরি নগ্নও হয়েছেন সানি। তবে চ্যানেলে প্রচারের জন্য সেই দৃশ্যটি বাদ দেয়া হয়েছে। চ্যানেলে বাদ গেলেও অনলাইনে এরই মধ্যে সানির এ নতুন গানের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এর মাধ্যমে আরো একবার আলোচনায় এলেন এ অভিনেত্রী।

এদিকে ‘ফুড্ডু’ নামক ছবির এ গানটি কেবলমাত্র প্রচারণার জন্যই ব্যবহার করা হচ্ছে। এ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন দুজন নবীন অভিনয়শিল্পী। অন্যদিকে ১৭ই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সানি অভিনীত ‘বেঈমান লাভ’ ছবিটি। ট্রেলার ও গান প্রচারের মাধ্যমে এ ছবিটি এরই মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সানিও এ ছবির প্রচারণায়ই এখন ব্যস্ত সময় পার করছেন