Saturday, April 23, 2016

যে কারণে জগিংয়ের জুতায় অতিরিক্ত ২টা ছিদ্র থাকে

শরীর সুস্থ রাখতে অনেকেই আমরা জগিং করে থাকি। জগিং অর্থাৎ ব্যায়ামের জন্য দৌড়ানোর ক্ষেত্রে যে আরামদায়ক জুতা (কেডস্) আমরা পরি, নিশ্চয়ই খেয়াল করেছেন যে, সেই জুতার ‍ওপরে ছোট দুটি অতিরিক্ত ছিদ্র থাকে।


জুতার ফিতার ওপরের দিকে থাকা ওই দুটি ছিদ্র আমরা কতজন কাজে লাগাই? হয়তো অনেকে জানি না, তাই ওই ছিদ্র দুটি ব্যবহার করি না।

এই দুটি ছিদ্র কিন্তু ডিজাইন হিসেবে রাখা হয়নি বা বায়ু চলাচলের জন্যও রাখা হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্যে রাখা হয়েছে।

এই ছিদ্র দুটি রাখার উদ্দেশ্য হচ্ছে, এর সাহায্যে যাতে আপনি ‘হিল লক’ বা ‘লেস লক’ করতে পারেন। জগিংয়ের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, পায়ে ফোসকা পড়ে যায়। সুতরাং পায়ে যাতে ফোসকা না পড়ে, সে জন্য এই দুটি অতিরিক্ত ছিদ্র দিয়ে জুতার ফিতা বাঁধা হলে, জুতা অনেক মাপমতো পায়ে ফিট থাকে, যা ফোসকা রোধ নিশ্চিত করে। ফলে খুব স্বাচ্ছন্দ্যে  জগিং করা যায়।

সুতরাং এই অতিরিক্ত ছিদ্র দুটি কিন্তু অযথা নয়, বরঞ্চ খুব উপকারী।

More news repleted this Click Here

No comments:

Post a Comment