Saturday, May 7, 2016

কেন স্বপ্ন দেখা ভাল?


বলা হয়, স্বপ্ন হল, একজন মানুষ
সারাদিন যা চিন্তা করে, যেসব কাজ
করে তার দৃশ্যায়ণ। বিষয়টি কিন্তু মজার।
আমরা সারাদিন অনেক রকম ঘটনার মধ্য
দিয়ে যাই। সব দিকে আমরা মনোযোগ
দিতে পারি না। কিন্তু আমাদের মস্তিষ্ক
মনে রাখে সব কিছুই। তারপর সব তথ্য
গুছিয়ে সাজিয়ে তৈরি করে একটি
সিনেমা। ঘুমিয়ে গেলেই চালিয়ে দেয়!
কখনো স্বপ্নকে আমরা বাস্তব ভেবে ভুল
করি। কখনো স্বপ্নই আমাদের পথ দেখায়।

যে স্বপ্নগুলো আমাদের পথ দেখায়, সফল
হতে সাহায্য করে, কী করব আমরা তাদের
ব্যাপারে? আমরা কি অন্ধভাবে
সেগুলোকে অনুসরণ করব? নাকি কোথাও
থামব? ভেবে দেখব?
আমরা যত বড় হতে থাকি বড় হতে থাকে
আমাদের স্বপ্নও। ছোটবেলায় স্বপ্ন দেখি,
অনেক বড় হয়ে গেছি। বড় হয়ে স্বপ্ন দেখি,
কেমন চাকরী করব! স্বপ্ন যেমনই হোক আর
আমরা তা নিয়ে যেমন ই ভাবি না কেন
স্বপ্ন দেখা ছাড়া যাবে না কখনো। আসুন
জেনে নিই, কেন!
ভয় কমায়
ভাবছেন, স্বপ্ন কীভাবে আপনার ভয়
কমাতে পারে? পারে। আপনি হয়ত
উচ্চতাকে ভয় করেন। স্বপ্নে কি আপনি
পাহাড়ে ঊঠে যান না? অথবা ভুতের ভয়
থাকলেও স্বপ্নে মোকাবেলা করেন
ভুতকে। স্বপ্নে একবার যখন আপনি এই
কাজে সফল হয়ে যান তখন বাস্তবেও
আপনার মাঝে সাহস তৈরি হয়। কারণ
আপনার মনে এই সব কিছুর একটা পরিষ্কার
ছবি তৈরি হয়। আমরা ভয় পাই সেইসব
বস্তুকে যা আমরা বুঝি না। একবার বুঝে
গেলে আর ভয়ের থাকে না।
সুখ অনুভব
স্বপ্নে কখনো কখনো আমরা ভেসে বেড়াই
কল্পনার জগতে। দেখি আকাশে উড়ছি,
পাখির সাথে কথা বলছি। এর কোন কিছুই
বাস্তব নয় না হওয়া সম্ভব নয়। কিন্তু
রূপকথার গল্প তবু আমাদের টানে। আমরা
স্বপ্নেও দেখি যা আমাদের ভাল লেগে
যায়। স্বপ্নে আমরা যা ইচ্ছা তাই করতে
পারি, যেখানে খুশী যেতে পারি। এমন
একটা স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে
দেখবেন কেমন ঝরঝরে লাগছে! মনটাই
ভাল হয়ে যায়!
বিনোদন
স্বপ্ন একটি চমৎকার বিনোদন। আজ রাতে
কী স্বপ্ন দেখেছেন অথবা কাজের ফাকে
হঠাৎ চোখ লেগে গেল, তার মাঝেই দেখা
হয়ে গেছে ছোট্ট একটা স্বপ্, আসলে তা
ছোট্ট একটা নাটক, ছোট্ট একটা গল্প। এই
গল্প আপনাকে যে আনন্দ দেবে তা টিভির
বাক্সটি দেবে না কখনো।
আশারা থাকে নিরাপদ
পৃথিবীটা চলেই বড়দের আশা আর শিশুদের
বিশ্বাসের উপর ভিত্তি করে। স্বপ্নে
আপনি আপনার আশাকে অটুট রাখতে
পারেন এবং আপনার স্বপ্নে আপনার
আত্মবিশ্বাসকে কেউ চ্যালেঞ্জ করতে
পারবে না। কিন্তু স্বপ্নে তো সবই দেখা
সম্ভব। এটা খেয়াল রাখবেন, স্বপ্ন যেন
আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু না করে।
কারণ, আশা, আত্মবিশ্বাস বাস্তবে কতটা
কাজে দেবে তা নির্ভর করে আপনি কতটা
শ্রম দিচ্ছেন তার উপর। আপনি পরিশ্রম
করবেন না, শুধু স্বপন দেখে যেতে থাকবেন
তাহলে বাস্তবে এর ফল অনেক খারাপ
হতে পারে।
নতুন সৃষ্টি
অগাস্ট কেকুলে একজন জার্মান
অর্গানিক কেমিস্ট। তিনি স্বপ্ন দখেন,
বেনজেন (নানা ধরনের রাসায়নিক দ্রব্য
প্রস্তুত করার কাজে ব্যবহৃত পেট্রোলিয়াম
ও আলকাতরাজাত বর্ণহীন গন্ধযুক্ত তরল)
এর গঠন তৈরি করবেন। তিনি এর গঠন এবং
অণুনাদ নিয়ে কাজ করছিলেন। কিন্তু ৬টি
কার্বন আর ডাবল বন্ডের চিন্তা তাকে
তাড়িয়ে বেড়াচ্ছিল। গবেষণা চলাকালে
তিনি ঘুমিয়ে পড়েন এবং স্বপ্ন দেখেন
একটি সাপ তার নিজের লেজ ধরার চেষ্টা
করছে, কিন্তু পারছে না। ঘুম থেকে উঠে
তিনি বেনজেনের গঠন লিখলেন এবং
আমরা আজো তা পড়ছি। আপনি যেটা চান
তা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন
আপনাকে উৎসাহিত করে চিন্তাকে
বাস্তবায়ণ করতে।
আকর্ষণীয় দিক
কেমন লাগবে আপনার স্বপ্ন যদি সত্যি হয়?
আপনি যা দেখেন তার সবই কি
কাল্পনিক? রূপকথা? নাকি আপনার স্বপ্ন
আপনাকে কিছু বলতে চায়? কোন পথ
দেখাতে চায়? এর কি কোন গভীর অর্থ
আছে? স্বপ্নের মাঝে কি লুকিয়ে আছে
কোন দিক-নির্দেশণা? ইন্টারনেটের
সাহায্য নিতে পারেন। ডজন ডজন রিসার্চ
পেয়ে যাবেন যা বর্নণা করছে স্বপ্নের
কারণ এবং প্রভাব।
সব মিলিয়ে স্বপ্ন কিন্তু মেঘ না চাইতে
বৃষ্টির মত একটি আশীর্বাদ, মানব
মস্তিষ্কে যার আবাদ হয়। স্বপ্ন আপনাকে
নিজেকে চিনতে সাহায্য করে। সচেতন
মনে যা খেয়ালও করেন নি, কিন্তু আপনার
প্রয়োজন, মস্তিষ্ক তা এনে ধরে আপনার
সামনে। কী আসলে চাইছেন, হয়ত জানেনও
না স্পষ্ট। কিন্তু ঠিক দেখতে পারেন
স্বপ্নে। এ এক অদ্ভুত মানবিক ক্রিয়া।
কিন্তু, সে যাই হোক। এত যখন ভাল দিক
স্বপ্নের, নির্বিবাদে স্বপ্ন দেখুন, ভাল
থাকুন!

No comments:

Post a Comment