Tuesday, August 16, 2016

অনেক আগেই বিয়ে করেছেন সালমান?

বলিউড অভিনেতা সালমান খান। তার বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। এর আগে ৫০ বছর বয়সি এ অভিনেতার বিয়ে নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন শোনা গেছে।



এবার শোনা যাচ্ছে, কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরের সঙ্গে আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালমান। রোমানিয়ান একটি ট্যাবলয়েডের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, ‘ক্লিক’ নামের রোমানিয়ান একটি ট্যাবলয়েডের মতে-সালমানের সঙ্গে লুলিয়ার অনেক আগেই বিয়ে হয়েছে। ট্যাবলয়েডটি লুলিয়ার রোমানিয়ায় ফেরার খবরের শিরোনামে উল্লেখ করেছেন- ‘মিসেস খান বাড়ি ফিরছেন’। এছাড়া তারা লুলিয়াকে ‘দোয়ামমা খান’ উল্লেখ করেছেন যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’।

তবে প্রকাশিত এ খবরের সত্যতা কতটা তা সালমান এবং তার পরিবারের লোকজনই বলতে পারবেন।

এর আগে নিজের বিয়ের ব্যাপারে সালমান বলেছিলেন, ‘আমার বিয়ের সংবাদ আমি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে জানিয়ে দিব।’ এদিকে সম্প্রতি সালমানের বাবা সেলিম খান জানিয়েছেন, সালমান কবে বিয়ে করবেন তা সৃষ্টিকর্তাও নাকি জানেন না।

No comments:

Post a Comment