Monday, September 5, 2016

বাবা হলেন আশরাফুল

নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।



সেই সুখের রেশ কাটতে না কাটতেই আরো একটি নতুন সুখের রাজ্যে প্রবেশ করলেন আশরাফুল। বাবা হওয়ার অকৃত্রিম স্বাদ পেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

রোববার দিবাগত রাতে আনিকা তাসনিম অর্চি ও আশরাফুল দম্পতির কোলজুড়ে ফুটফুটে একটি কন্যাসন্তানের আগমন হয়। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছেন।

ইতিমধ্যে আশরাফুল তার মেয়ের নামও ঠিক করে ফেলেছেন। মেয়ের নাম রেখেছেন ‘আরিবা তাসনিম আশরাফুল’। রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রীর পাশেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর কিশোরগঞ্জের ভৈরবের মেয়ে আনিকা তাসনিম অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।

No comments:

Post a Comment