সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন দেশের জনপ্রিয় ও শীর্ষ নেতাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছিল না।
এবার ফেসবুক ও টুইটারে আসছেন বিএনপির নেত্রী। থাকছেন ব্লগেও। তার নামে এরই মধ্যে ফেসবুক ও টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা হয়েছে।
দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টের প্রকাশ ঘটবে।
বিএনপির একটি সূত্র থেকে বিষয়টি জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, আলোচনা সভায় ফেসবুক ও টুইটারের অ্যাকাউন্ট উন্মুক্ত করা হবে। তবে কোনো কারণে না হলে শিগগিরই বিষয়টি গণমাধ্যমের সামনে জানানো হবে।
No comments:
Post a Comment