Monday, April 25, 2016

লক্ষ বার চার্জেও নষ্ট হবে না ব্যাটারি


বিজ্ঞানীরা নতুন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করেছেন যেটি লক্ষ বার চার্জ করলেও নষ্ট হবে না।

বিজ্ঞানীদের মতে, এর মাধ্যমে তারা কিছু যন্ত্র যেমন কম্পিউটার, স্মার্টফোন, গাড়ি এবং মহাকাশযান চালানোর জন্য চূড়ান্ত দীর্ঘস্থায়ী শক্তির উৎস তৈরি করার প্রায় কাছাকাছি চলে এসেছেন।


নতুন এই ব্যাটারি ক্যালিফোর্নিয়ার আরভিন বিশ্ববিদ্যালয় কর্তৃক আবিষ্কৃত হয়েছে এবং এটিতে একটি নতুন ধরনের ‘ন্যানোওয়ার’ ব্যবহার করা হয়েছে, যা অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী এবং এটি মানুষের চুলের চেয়েও হাজার গুণ পাতলা।

প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে ন্যানোওয়ার থাকে তা ভঙ্গুর এবং দীর্ঘদিন রিচার্জ করলে এক সময় সেটিতে ফাটল ধরে এবং ব্যাটারি কার্যক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু গবেষকরা সোনা দিয়ে  ন্যানোওয়ার তৈরি করেছেন এবং এটিকে একটি নতুন ধরনের আবরণ দিয়েছেন যা ভাঙ্গন রোধ করতে পারে।

‘সায়েন্স ডেইলি’ কে গবেষক দলটি জানান, ‘ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড শেলে সোনার অতি সূক্ষ্ম প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্যাটারি।

গবেষক দলটির প্রধান মায়া লে থাইয়ের মতে, স্মার্টফোনে যেখানে প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারি ৫ হাজার থেকে ৭ হাজার বার চার্জ করার পর এক পর্যায়ে তা অকোজো হয়ে যায়, সেখানে এই নতুন প্রযুক্তির ব্যাটারিটিতে তারা তিন মাসে ২ লাখ বার চার্জ দেওয়ার পরও তা সক্রিয় ছিল।

ফলে প্রত্যাশা করা হচ্ছে, ভবিষ্যতে লিথিয়াম-আয়ন ব্যাটারির জায়গা নেবে নতুন প্রযুক্তির এই ব্যাটারি।

No comments:

Post a Comment