Wednesday, August 24, 2016

ক্যানসার হয়েছে তো কী হয়েছে!

আমরা অনেকেই আমাদের জীবন নিয়ে অসুখী থাকি। খুব সামান্যতেই হতাশ হয়ে পড়ি। কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও হতাশ হন না। 



তেমনই একজন সাহসী মানুষ হচ্ছেন, যুক্তরাষ্ট্রের টেক্সাসের ১৭ বছরের তরুণী আন্দ্রেয়া সিয়েরা। ক্যানসারে ভোগা সত্ত্বেও সিয়েরা তার স্বপ্ন ত্যাগ করেননি। গত ফেব্রুয়ারিতে ক্যানসার ধরা পড়ার পর কেমোথেরাপি দেন তিনি। ফলে মাথার চুল ঝরে যায়। স্বাভাবিকভাবেই এ ঘরনের ঘটনায় মুষড়ে পড়লেও, সিয়েরার মা মেয়ের জন্য ফটোগ্রাফি সংস্থায় যোগাযোগ করেন। তিনি ফটোশুটের মাধ্যমে মেয়ের প্রকৃত সৌন্দর্য অনুধাবনে তাকে সহায়তা করেন।

কেমোথেরাপি নারীর সৌন্দর্যের অন্যতম প্রতীক চুল কেড়ে নিলেও, সিয়েরার মনের শক্তি কেড়ে নিতে পারেনি। তাই ফটোশুটের মাধ্যমে সিয়েরা তার হারিয়ে যাওয়া আস্থা ফিরে পাওয়ার সিদ্ধান্ত নেয়। 

এই ফটোশুট সম্পর্কে ফেসবুকে এক পোস্টে সিয়েরা বলেন, কেমোথিরাপির আগে আমি খুব আত্মবিশ্বাসী একজন মানুষ ছিলাম। কিন্তু যখন চুল হারাতে থাকি এবং নিজেকে আয়নায় দেখতে থাকি, আমার সেই বিশ্বাস ভাঙতে শুরু করে।’


‘কিন্তু পরে নিজেকে বোঝালাম যে, আমি দেখতে কেমন সেটার জন্য লজ্জিত হওয়া উচিত নয় বরং নিজেকে নিয়ে সবসময় গর্বিত থাকা উচিত।’


‘সৌন্দর্য কেবলমাত্র বাইরের জন্য নয়, আসল সৌন্দর্য মনে। তাই পরচুল ছাড়াই ফটোশুট করে সেটাই দেখিয়েছি। ক্যানসার আমাকে প্রিন্সেস হওয়া থেকে আটকাতে পারে না।’


এই ফটোশুটের আরেকটি উদ্দেশ্য সম্পর্কে সিয়েরা বলেন, ‘কেমোথেরাপির ফলে পরিবর্তিত ব্যক্তিত্ব যেন অন্যান্য নারীরাও মেনে নিতে পারে, তাদেরকে উৎসাহে সাহায্য করার জন্য এই ফটোশুট।

No comments:

Post a Comment