বন্যায় সড়কে সতর্কতা । দেখে নিন ভিডিওটি । আপনার সাথে ও গঠতে পারে এমন ।
সম্প্রতি বাংলাদেশের বহু থানা উপজেলার সড়ক ও জনপদে পানি উঠে পড়েছে বা
কোথাও কোথাও কিছু কিছু অংশে পানি প্রবাহিত হচ্ছে । এমতাবস্থায় যে কোন গাড়ী
সাকো বা ব্রিজ পার হবার সময় চরম সতর্ক হতে হবে প্রয়োজনে বিকল্প রাস্তা
ব্যবহার করা উচিৎ । মটর সইকেল চালকরা কোনো নিয়ম মানতে চাননা । সুতরাং
তাদেরকে অতি সাহস বা নায়কগিরি পরিত্যাগ করতে হবে । আপনার বাবা মা,ভাই বোন
,স্ত্রী, কন্যা আপনার জন্য নিশ্চয় অপেক্ষা করছে । অাপনার জীবন শুুধুু
আপনার নয় অন্যেরও । অাপনাকে ছাড়া বহুজনের জীবন অর্থহীন হয়ে যেতে পারে ।
দয়া করে নিজেকে মূল্য দিন । নিজেকে ভালোবাসলেই অন্যের ভালোবাসা বুঝা যায় ।
বন্যায় সড়কে সতর্কতা সম্পর্কে একটি বেদনাদায়ক/ দু:খজনক ভিডিও যুক্ত করলাম (
যদিও ঘটনাটি বাংলাদেশের নয় কিন্তু জীবনের মূল্য সবখানে একই) । যুবকটি
পলিথিনে কোন খাবার বা পন্য নিয়ে বাড়ীতে ফিরছিলো সবাই হয়তো তার জন্য অপেক্ষা
করছে । এর কী উত্তর আছে বলুুন ।
সবাই সতর্ক খাকবেন । সবাই মিলে ভালো থাকবেন । সবার মঙ্গল কামনায় ।
মো.আলমাসুর রহমান
প্রশিক্ষক , ব্র্যাক বিশ্ববিদ্যালয়
০২/০৮/১৬
No comments:
Post a Comment