ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনতো প্রসেনজিৎ। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) ভারত-বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্র।
মুক্তির আগে ১২ এপ্রিল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে এর উদ্বোধনী প্রদর্শনী। এতে যোগ দিতে এদিন সকালে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের পরিচালক গৌতম ঘোষ, অভিনয়শিল্পী কুসুম সিকদার, সাঁঝবাতিসহ আরো অনেকে।
এক ভূগোল মাস্টারের জীবন, পরিবার, তার স্ত্রী, একমাত্র মেয়ে এবং তার আশপাশের পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের কাহিনি। ভূগোল মাস্টারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের কুসুম শিকদার।
বাংলাদেশ থেকে ‘শঙ্খচিল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র আর ভারতে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড। এদিকে মুক্তির আগেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘শঙ্খচিল’। সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
No comments:
Post a Comment