Wednesday, April 6, 2016

এবার আইপিএল এ মুস্তাফিজ কে নিয়ে ভারতীয়দের নতুন ষড়যন্ত্র ফাস!




বাংলাদেশের তরুণ উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ কে নিয়ে বাংলাদেশে যেমন সব সময় আলোচনা হয় তেমনি বিদেশে ও এই খেলোয়াড় কে নিয়ে আলোচনার কমতি নেই।

এবার এই আলোচনায় নতুনমাত্রা যোগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে। প্রথমবারের মতো আইপিএল খেলার জন্য এই উদীয়মান তারকা ইতোমধ্যে ভারতের মাটিতে পা রেখেছেন.সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ এক কোটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে।

এদিকে মুস্তাফিজ কে নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা সুনাম করে লিখছেন মুস্তাফিজ কে পেয়ে ভিভিএস লক্ষণ এবং টম মুডি বেশ খুশি কিন্তু অন্য প্রান্ত থেকে জনপ্রিয় হিন্দি চ্যানেল বলছেন বাঙ্গালী তরুণ উদীয়মান তারকাদের প্রতি মুম্বাইয়ের ক্যাসিনোর রমেশদের চোখ পড়েছে।

ক্যাসিনোর এই রমেশদের কারণেই পাকিস্তানি আমির বাটেরা নিষিদ্ধ হয়েছিলেন।

এক সময় পাকিস্তানি খেলোয়াড়রা ভারতে আসলে এইসব ক্যাসিনোর মালিকেরা সুন্দরী ললনাদের পেছনে লেলিয়ে দিতো. আর এইসব কারনেই পাকিস্তানি সাবেক তারকা খেলোয়াড় সাঈদ আনোয়ার ভারতে খেলতে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন।কিন্তু এই বৃত্ত থেকে বেরোতে পারেনি ওয়াসিম আকরাম যেটা লোকমুখে প্রচলিত আছে।অ

ভারতীয় মিডিয়াতে তাসকিন এবং সানি নিষিদ্ধের আগে অনেক লেখালেখি হয়েছিলো এবং এই মিডিয়া আগেভাগেই এই দুই খেলোয়াড় কে নিষিদ্ধের খবর প্রকাশ করেছিলো, আর এবার মুস্তাফিজ ভারতের মাটিতে পা রাখতে না রাখতেই ক্যাসিনোর কথা কেন আসছে?

কয়েকজন জুয়াড়ি ইতোমধ্যে বলেই ফেলেছেন গত কয়েকটি আসরে বেশ লসে আছি তাই এবার নতুনভাবে নজর দিয়েছি বাঙ্গালী বাবুদের উপরে।

সবকিছুই দিনের আলোর মতো পরিষ্কার,এটা হয়তো তাসকিন এবং সানিকে নিয়ে যেমন চক্রান্ত হয়েছিলো তেমন একটি ষড়যন্ত্র হতেও পারে আর সেটার আভাস আগেভাগেই পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশী খেলোয়াড় দের নিয়ে যত নতুন কলাকৌশল অবলম্বন করুক না কেন কোন শক্তিই এইসব উদীয়মান প্রতিবাদের ধংশ করতে পারবে না।

নির্ভরযোগ্য সুত্রে মুস্তাফিজ জানান দিয়েছেন আইপিএল নিয়ে আমি অতিরিক্ত মাথা ঘামায় না, আমার স্বাভাবিক গতিতেই আমি খেলবো, যেহেতু সম্পূর্ণ নতুন পরিবেশ নিজ দেশের কোন সতীর্থ সাথে নেই সেহেতু সার্বক্ষনিক টিম ম্যানেজমেন্টের সাথেই থাকতে হবে এমনকি নিজের আহারও একসাথেই করবো।

আমরা সবাই দোয়া করি... কোন নতুন ষড়যন্ত্রের ছোয়া যেন মুস্তাফিজের গায়ে না লাগে, মুস্তাফিজ আইপিএল মাতিয়ে অবশ্যই নিজের ক্যারিয়ারের একটি অন্যরকম শুভ সূচনা করে সমগ্র বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিবেন।

No comments:

Post a Comment