Saturday, April 9, 2016
রাজধানীতে ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ২টার দিকে ওই ব্যবসায়ী দোয়েল চত্বর দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) জাফর ওয়াজেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি একজন গার্মেন্টস ব্যবসায়ী। টাকা নিয়ে বাসা থেকে রিকশাযোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তার গতিরোধ করেন। তারা ব্যাগে অস্ত্র আছে বলে জানান এবং নিজেদের ডিবি বলে পরিচয় দেন। এরপর সাত লাখ টাকা ছিনিয়ে নেন বলে ওই ব্যবসায়ী দাবি করেন।
ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি জাফর ওয়াজেদ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment