Friday, April 8, 2016
বউপ্রেমীদের আয়ু বাড়ে
আপনি কি আয়ু বাড়াতে চান, মন সতেজ, সুন্দর রাখতে চান- তাহলে বউয়ের কথা শুনুন। বউয়ের কথা শুনলে আপনি ভালো থাকবেন- এমনটিই জানিয়েছে আমেরিকার ভিএ গ্রেটার লস এঞ্জেলেস হেল্থকেয়ার সিস্টেম।
প্রতিষ্ঠানটির এক গবেষণায় দেখা গেছে, যারা স্ত্রীর কথা শোনেন, তাদের হৃদযন্ত্র অনেক ভালো এবং সতেজ থাকে। গবেষকরা বলছেন, বউয়ের কথা শুনলে কেউ ‘মেনিমুখো’ বলে খোঁচা দিলে, তা নেতিবাচকভাবে না-নেওয়াই ভালো।
গবেষণা দলে ছিলেন নাটারিয়া জোসেফ। তিনি বলেন, পুরোটাই করোটিড আর্টারির ব্যাপার। এই আর্টারি ঘাড় থেকে মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর সঙ্গে যুক্ত হৃদযন্ত্রের সমস্যা। যারা স্ত্রীর সঙ্গে দিনরাত ঝগড়া করেন বা স্ত্রীর সঙ্গে খুব কম কথা বলেন, তাদের এই আর্টারি সঠিকভাবে কাজ করে না। ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অন্যদের তুলনায় তাদের সাড়ে আট শতাংশ হৃদরোগের ঝুঁকি বেশি থাকে।
সুতরাং আর দেরি কেন, এখনই সময় বের করে স্ত্রীর সঙ্গে খোশগল্পে মেতে উঠুন আর স্বাস্থ্য, মন ভালো রাখুন। এতে যদি আয়ু বাড়ে তাহলে ক্ষতি কী!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment