Saturday, April 9, 2016

আইপিএলে সাকিব-মুস্তাফিজদের ম্যাচের সময়সূচি


শুক্রবার রাতে মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএলের নবম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আজ নতুন মৌসুমের প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস।

ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।

কালকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আর এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান।

১৬ এপ্রিল হায়দরাবাদে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবেন সাকিব ও মুস্তাফিজ।  আর ২২ মে ফিরতি লেগে কলকাতায় মুখোমুখি হবেন তারা দুজন। চলুন জেনে নেওয়া যাক আইপিএলের নবম আসরে এই দুই বাংলাদেশি তারকার ম্যাচের সময়সূচি।

সাকিব ও মুস্তাফিজদের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়) :
১০ এপ্রিল, রাত  ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস (কলকাতা)

১২ এপ্রিল, রাত  ৮.৩০টা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বেঙ্গালুরু)

১৩ এপ্রিল, রাত ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (কলকাতা)

১৬ এপ্রিল, বিকেল  ৪.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স (হায়দরাবাদ)

১৮ এপ্রিল, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (হায়দরাবাদ)

১৯ এপ্রিল, রাত  ৮.৩০টা: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স (মোহালি)

২১ এপ্রিল, রাত  ৮.৩০টা: গুজরাট লায়ন্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (রাজকোট)

২৩ এপ্রিল, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (হায়দরাবাদ)

২৪ এপ্রিল, রাত  ৮.৩০টা: রাইজিং পুনে বনাম কলকাতা নাইট রাইডার্স (পুনে)

২৫ এপ্রিল, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাইজিং পুনে (হায়দরাবাদ)

২৮ এপ্রিল, রাত  ৮.৩০টা: মুম্বাই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বাই)

৩০ এপ্রিল, বিকেল  ৪.৩০টা: দিল্লি ডেয়ারডেভিলস বনাম কলকাতা নাইট রাইডার্স (দিল্লি)

৩০ এপ্রিল, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (হায়দরাবাদ)

০২ মে, রাত  ৮.৩০টা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু)

০৪ মে, রাত  ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (কলকাতা)

০৬ মে, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট লায়ন্স (হায়দরাবাদ)

০৮ মে, বিকেল  ৪.৩০টা: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (মুম্বাই)

০৮ মে, রাত  ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স (কলকাতা)

১০ মে, রাত  ৮.৩০টা: পুনে রাইজিং বনাম সানরাইজার্স হায়দরাবাদ (পুনে)

১২ মে, রাত  ৮.৩০টা: সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ডেয়ারডেভিলস (হায়দরাবাদ)

১৪ মে, রাত  ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে (কলকাতা)

১৫ মে, রাত  ৮.৩০টা: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ  (নাগপুর)

১৬ মে, রাত  ৮.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কলকাতা)

১৯ মে, রাত  ৮.৩০টা: গুজরাট লায়ন্স বনাম কলকাতা নাইট রাইডার্স (রাজকোট/কানপুর)

২০ মে, রাত  ৮.৩০টা: দিল্লি ডেয়ারডেভিলস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (রায়পুর)

২২ মে, বিকেল  ৪.৩০টা: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)

No comments:

Post a Comment