Tuesday, April 5, 2016

মেহজাবিন-শাকিবকে নিয়ে গুঞ্জন




তথাকথিত সিনেমায় অভিনয় করবেন না বলেই এতদিন বলে এসেছেন লাক্স তারকা মেহজাবিন। তবে মনের মতো গল্প, চরিত্র ও পরিচালক পেলে সে ক্ষেত্রে বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছিলেন।

এর আগে মোস্তফা সরওয়ার ফারুকীর একটি ছবিতে অভিনয়ের কথা হলেও কোন এক অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে যায়। এরপর সিনেমাপাড়ায় মেহজাবিনকে নিয়ে কোনো আলোচনাই ছিল না।

হঠাৎ করেই গতকাল স্যোশাল মিডিয়ায় গুজব রটে অবশেষে সিনেমায় নাম লেখাচ্ছেন মেহজাবিন। তাও সময়ের আলোচিত নায়ক শাকিব খানের বিপরীতে। গুজবের সূত্র ধরেই যোগাযোগ করা হয় মেহজাবিনের সঙ্গে।

এর সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। বিষয়টি আসলে ‘যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই’ প্রবাদটির মতো। শাকিব খানের সঙ্গে ছবি করছি আর বিষয়টি আমিই জানি না! আমার সঙ্গে কারও এ বিষয়ে কোনো কথা হয়নি। এছাড়া আমি আগেও বলেছি এখনও বলছি গতানুগতিক বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয়ের প্রতি কোনো আগ্রহ আমার নেই।’

তবে সাহিত্যনির্ভর ভিন্ন ধারার ছবিতে অভিনয়ের ইচ্ছে আছে বলে জানিয়েছেন এ তারকা।

No comments:

Post a Comment