Friday, April 8, 2016

আইপিএলে এবারও ভালো করার প্রত্যয় সাকিবের


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন সাকিব আল হাসান। আইপিএলের এ মৌসুমেও ভালো করতে চান কলকাতা নাইট রাউডার্সের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

২০১১ সালে আইপিএলে অভিষেক হওয়া সাকিব এ পর্যন্ত ৩২ ম্যাচে রান করেছেন ৩৮৩। হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৩৮টি।

কলকাতা নাইট রাইডার্স যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, তাতে ব্যাটে-বলে দারুণ অবদান ছিল বাংলাদেশের সেরা এই ক্রিকেটারের। এবারও ভালো করার কথা বললেন তিনি। পাশাপাশি কলকাতার হয়ে ইডেন গার্ডেনে খেলা অনেক গর্বের ব্যাপার বলেও জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘কেকেআরের হয়ে ইডেনে খেলা আমার জন্য বড় গর্বের ব্যাপার। গত কয়েক বছরে এখানে যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। চেষ্টা করব এবার যেন দলে আরো বেশি অবদান রাখতে পারি।’

আইপিএলে আগামী রোববার নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স।


No comments:

Post a Comment