Saturday, April 9, 2016

জমকালো উদ্বোধনীতে পর্দা উঠল আইপিএলের


শুক্রবার রাতে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলের নবম আসরের।

মুম্বাইয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং এবং র‌্যাপ সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন আন্তর্জাতিক তারকা সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। এ ছাড়া সংগীত পরিবেশন করে ব্যান্ডদল মেজর লেজার। ব্রিটিশ ব্যান্ডদল দ্য ব্রিটিশ কালেকটিভও সংগীত পরিবেশন করে।



বিশ্বকাপের শিরোপা জয়ের পর দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচেন ডিজে ব্রাভো। তারকাদের পাশাপাশি ২০০ জন ড্যান্সারও পারফর্ম করেন এই জমকালো আয়োজনে।

আজ নতুন মৌসুমের প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও ইএসপিএন।

No comments:

Post a Comment